প্রভাত সঙ্গীত
৫১২
আমার মনের মানুষ তুই কোথা গেলি
তোকে খুঁজে খুঁজে নাহি পাই গো
তুই দূরকে গিয়ে আমায় ব্যথা দিলি
আমি একথা কভু ভুলি নাই গো
খুঁজি জোড়ের ধারে খুঁজি ডুংরির পাড়ে
মরি বন পলাশীর ছায়ে মাথা খুঁড়ে
তুই আয় গো আয় আয় গো আয় ঘরকে ফিরে
আমি কেঁদে কেঁদে মরে যাই গো
মোর নাহি করম মোর নাহি মরম
তাই সদা তোর পানে তাকাই গো