প্রভাত সঙ্গীত
৫১৩
পাহাড়ে আজ রঙের মেলা
মন নাচে দোদুল দুল
সবাই মিলে চল গো যাবো
আনবো তুলে ফুল (মোরা)
বন কাপাসির বাট পেরিয়ে
মোনাই টাঁড়ের মাঠ মাড়িয়ে
ঘাটোয়ালের ঘাট এড়িয়ে
যাবো সিহারশুল
খোঁপায় নিয়ে ফুল (গো মোরা)
চলার নাহি শেষ গো মোদের
চলাই যে জীবন
নেচে গেয়ে চলি মোরা
খুশী-ভরা মন
ফুল না পেলে
মন আমাদের হয় গো যে আকুল
তাই যখন চলি
চলি মোরা সঙ্গে নিয়ে ফুল