প্রভাত সঙ্গীত

৫১৬


যে তোমারে চায় তোমা পানে চায়

(তুমি কেন) তারে নাহি চাও

আঁধার নিশীথে আলো-ঝরা প্রাতে 

মূক হয়ে কেন রও


আকাশ-পাথারে আলোকে আঁধারে

চলেছে ফুলের দল

কত ঝরে যায় শতদল

সবার লাগিয়া সবারে চাহিয়া

কেন ধরা নাহি দাও


নীরব চরণে বরণে বরণে

তাকায় আশা-মুকুল

কত চাওয়া হয়ে যায় ভুল

নির্বাক থেকে নীরব দ্যুলোকে

কোন সে বীণা বাজাও