প্রভাত সঙ্গীত

৫১৭


আমি তোমায় কভু ভুলিবো না

ভালবাসা-ভরা মোহন চাহনি

পাশরিতে কভু পারিবো না


নিশা অবসানে রঙীন প্রভাতে

আলোধারা যবে রূপে রাগে মাতে

অনাবিল তব সে অভিপ্রকাশে

নয়ন মুদিয়া থাকিবো না


দিবা অবসানে মধু তনুকায়

গোষ্পদে যবে গোধূলি হারায়

মধুরতামাখা তব প্রশান্তি

হিংসায় নাশ করিবো না (আমি)