প্রভাত সঙ্গীত

৫১৯


কে গো আসিয়াছো 

মধু ঢালিয়াছো 

পরাণের কণা কণাতে


মাধুরী এনেছো 

ক্লেশ ভুলায়েছো

মমতামধুর হাসিতে


ভুলায়ে দিয়েছো কে আপন পর

এক করে দিয়েছো বাহির ঘর

হিয়ার আবেগ ছড়ায়ে দিয়েছো

নিখিলের কোণে কোণেতে


ভেদবুদ্ধি ও শোষণ অবিচার

এ জগতে এরা থাকিবে না আর

জীবনপাত্র ভরিয়া দিয়েছো

সুধারসে কানা কানাতে