প্রভাত সঙ্গীত

৫২০


কে গো পলাশ বনে 

দেখে যেন মনে হয় চিনি তোমারে

এসেছো মনের কোণে 

মন রাঙিয়ে কেন আছো দূরে


ফুলের বনে আজ দখিন হাওয়া

মিটে গেছে মোর সকল চাওয়া

খুশীর জোয়ারে এখন এগিয়ে যাওয়া

নাচতে নাচতে তোমায় ঘিরে ঘিরে


বিশ্বভুবন তোমার রূপে ভরা

সকল হৃদয়ে তুমি আলো করা

সকল মননে তুমি সুধা ঝরা

(তোমায়) ভাবার আনন্দে ভাসি আঁখিনীরে