প্রভাত সঙ্গীত
৫২১
দূরে কেন আছো প্রভু
এসো কাছে তুমি এসো কাছে
সুরের মায়ায় কেন বাঁধো
বাঁধো ছন্দোময় নাচে
বাঁধো আমায় তড়িৎ খেলায়
পূর্বাকাশে রঙের মেলায়
সুখের স্মৃতি মোহন গীতি
সব কিছুরই মাঝে মাঝে
ছড়িয়ে দেওয়া ফুলের সুবাস
মন্দমধুর মলয় বাতাস
জ্যোৎস্নারাশি তারার হাসি
ভালবাসার স্বপ্ন-সাজে