প্রভাত সঙ্গীত

৫২২


সাজাবো বলে মালা পরাবো বলে

তোর লাগি ফুল আমি এনেছি

কনকচাঁপা আর ঝরা বউল গো

মাঝে মাঝে কদম ফুল গেঁথেছি


নাচতে নাচতে গেছি বনের ভিতর

বিনুনি গেঁথেছি মাথার উপর

তোর কথা ভেবে ভেবে উতলা যে মন

সেই মন নিয়ে ডালায় ফুল ভরেছি


বন থেকে ফিরেছি হাসতে হাসতে

(তোর) ভালোবাসার ছবি ভালতে ভালতে

যখন কেউ ছিলো না এই ধরাতে তুই যে ছিলি

তাই তোকে ধ্যানে ধরেছি