প্রভাত সঙ্গীত
৫২৩
কে গো তুমি নাম-না-জানা
না জানিয়ে এলে
আজি না জানিয়ে এলে
ফুলের সুবাস গায়ে মেখে
নাচের লঘু তালে
না জানিয়ে এলে
আজি না জানিয়ে এলে
মোর শুষ্ক মরুভূমির অনল
তোমায় পেয়ে হলো শ্যামল
নীরবতা সরে গেলো
তোমার মধুর জাদুর বলে
রাত্রি-দিবা যাহার আশে
চেয়েছিলাম নির্নিমেষে
সে কি গো এলো আজি
হিয়ার দুয়ার দিয়ে খুলে