প্রভাত সঙ্গীত
৫২৪
মনের মধু প্রাণের বঁধু
সবার তুমি নয়নমণি
তোমার সুরে তোমায় ঘিরে
উদ্গীত হয় ছন্দধ্বনি
পল-বিপলের হিসাব ভুলে
জেগে থাকো সবার মূলে
সবারে ভালবেসে যাও
সব কিছুকেই আপন মানি
দিনের আলো রাতের কালো
সবার মাঝে সুধা ঢালো
সবারে কোলে টেনে নাও
দেখো না কার কত গ্লানি