প্রভাত সঙ্গীত

৫২৭


তুমি যেও না তুমি যেও না

আমায় ছেড়ে দূরে তুমি যেও না

মন মানে না মন মানে না

একলাটি যে ঘরে মন মানে না


মধুপ মাতে গুনগুনিয়ে

ফুলেরই ভাবনা নিয়ে

ঝরণা নাচে তরতরিয়ে

সাগর ছাড়া কিছু জানে না


বজ্র ওঠে প্রকম্পিয়া

চায় সে পেতে ধরায় হিয়া

দূর আকাশের মেঘও যাচে

মাটির মধু ধূলিকণা