প্রভাত সঙ্গীত

৫২৯


মনের দুয়ারে অর্গল দিয়ে 

ঘুমিয়ে ছিলুম তখনও

বাতায়ন-পথে উঁকি দিতেছিলো 

অরুণ আলোক যদিও


দেশ-কাল ভেদে মন ছিলো ভরা 

পাত্রিক বোধে বিষমতা-ঘেরা

সবার উপরে মানুষ সত্য 

এ কথা ভাবি নি কখনও


ভাবালুতা বশে বিচার ভুলেছি 

ভাবজড়তায় মত্ত হয়েছি

স্বচ্ছ জ্ঞানের প্রশান্তি ভুলে 

অশান্ত ছিলো মননও