প্রভাত সঙ্গীত

৫৩২


মর্মরমুখর মাধবী মায়াতে

মনের ময়ূর নাচে

চঞ্চল পবনে লীলায়িত ছায়াতে

হৃদয় কী যেন যাচে


কতবার এসেছি কত ভালোবেসেছি

তবু ধরা দাও নি মোর আসনে বসো নি

(আজ) মেঘের কোলেতে রৌদ্রের খেলাতে

নীরবে ডাকিয়া যাই হৃদি মাঝে


সহে না যাতনা আর 

খোঁজাখুঁজি বার বার

আজ ঢেলে কণা করুণার 

এসো কাছে তুমি এসো কাছে