প্রভাত সঙ্গীত

৫৩৩


(আজি) শ্রাবণ ঘন গহন রাতে

নিঁদ নাহি মোর আঁখিপাতে

তোমার কথা ভেবে ভেবে 

হিয়া বহে জলধারাতে


নীরব তব চরণ ফেলে

গোপন ভাবে যদি এলে

ঝঞ্ঝা বাতে বৃষ্টিপাতে

জানবে না কেউ কোন মতে


মনের কথা সবই জানো

এই অনুরোধ আমার মানো

কেঁদে ভাসে যে সরিতা

মিলাও তারে সাগরস্রোতে