প্রভাত সঙ্গীত
৫৩৪
মমতার মধুরিমা মাখিয়া
মনের মর্মমাঝে
তুমি এসেছিলে তুমি এসেছিলে
সকল সুধাসারে সাজিয়া
সুরভিস্রোতের সাঁঝে
তুমি হেসেছিলে তুমি হেসেছিলে
ঝিরঝিরে চৈতালি বায়ে
আদর করিয়াছিলে ধরার গায়ে
শিরশিরে পরশেতে
সবারে মাতাযেছিলে ছন্দে নাচে
মধু ঢেলেছিলে মধু ঢেলেছিলে
ঢলঢল আননে তব
ছিলো উচ্ছল চাহনি নব
মোহন হাসিতে স্পন্দিত বাঁশীতে
সবারে সমান ভালোবেসেছিলে
ভালোবেসেছিলে ভালোবেসেছিলে