প্রভাত সঙ্গীত
৫৩৬
তরুণ তপন তন্দ্রা ত্যজিয়া
উত্তাল হলো তব তালে
এ কী মায়ায়
অন্ধতমিস্রার বুক চিরে
আলো জাগিলো নাশি জড়িমায়
ফুলের কলিরা হেসে ফুটে গেলো
কালনিদ্রা কোথা টুটে গেলো
অলস আবেশ সব ছুটে গেলো
কবোষ্ণ তব স্নেহধারায়
মুমূর্ষু প্রাণী প্রাণ ফিরে পেলো
জিজ্ঞাসু হিয়া তৃপ্ত হইলো
মুমুক্ষু মন মোক্ষ লভিলো
প্রভু তব অহেতুকী কৃপায়