প্রভাত সঙ্গীত

৫৩৭


তোমার তালেতে তাল মেলাতে

তাল কেটে যায়

বারে বারে 

কেন বলো না

যে তোমারে ভালোবাসে

তারে নিয়ে কেন ছলনা


তোমারে দেখেছি মনমুকুরে

সুস্নিগ্ধ সরিতা নীরে

স্নিগ্ধ সুনীল অম্বরে

ভালোবাসি কভু ভুলি না


কুসুমের মধু পরাগে

হিয়ার রাগে অনুরাগে

চিত্ত উপবনে জাগে

কেবলই তব ভাবনা