প্রভাত সঙ্গীত

৫৩৮


আলো ঝরা কোন সুদূর প্রভাতে

দেখা হয়েছিলো তব সাথে

জেনেও সেদিন জানিতে পারি নি

বুঝিতে পারি নি কোন মতে


অহংকারেতে ছিলাম উদ্ধত

জ্ঞানের চাপেতে বুদ্ধিতে ক্ষত

নতজানু হয়ে জানিতে বুঝিতে

পারি নিকো লাজ-ভয়েতে


পেলাম না কিছু দর্শনে খুঁজে

বিজ্ঞানে গেলো মানবতা ঘুচে

রাগাত্মিকা এ ভক্তিতে দেখি

এসে গেছো ধরাছোঁয়াতে