প্রভাত সঙ্গীত

৫৪২


(আমি) দূর নীলিমার বলাকা

সুদূরের বাণী যত 

মোর মাঝে ওতপ্রোত 

পাতায় পাতায় লেখা


স্বপ্নিল নিশীথে চাঁদের আলোর সাথে

নীলাকাশে উড়িয়া বেড়াই

মন্দ্রিল বাতাসে ফুলেরা যখন হাসে

সে হাসিতে যোগ দিতে যাই (আমি)

হারাই না পথ কভু 

সাথে থাকে মোর প্রভু

আঁধি-তুফানেরই সখা


মঞ্জুল মহাকাশে আলোর লাবণি ভাসে

তারই স্রোতে আমি ভেসে যাই

অঞ্জুল আঁখিপাতে নিঁদ নাহি নভোপথে 

নীড় পানে সতত তাকাই

যাকে নিয়ে মাতামাতি 

সে যে সদা মোর সাথী

কখনো থাকি না একা