প্রভাত সঙ্গীত

৫৪৩


কাহার লাগিয়া উচাটন মন 

উদ্বেল হলো কেন হিয়া

দেখি নি যাহারে চিনি না যাহারে 

কে সে গো অজানা মরমিয়া


মনের গহনে লুকায়ে বসে সে যে 

মনের খবর সব রাখে

প্রাণের পরাগে পরিচয় ঢেকে 

পরাগের মধু সব মাখে

না জানিয়া ভালোবেসেছি যাহারে 

সে নিলো মোর সুধা মথিয়া


প্রজ্ঞা-দীপ নিয়ে আঁধার সরিয়ে 

সত্যকে দিলো দেখায়ে

মোহের মসীধারা জ্যোতিতে হলো হারা

বোধিধারা গেলো ছড়ায়ে

সব চাওয়া-পাওয়া সব নেওয়া-দেওয়া 

এক হয়ে গেলো মিশিয়া