প্রভাত সঙ্গীত

৫৪৮


খুঁজিয়া বেড়াই তোমারে সদাই

মন-মালঞ্চে ওগো সখা

অঞ্জন-আঁকা ভালবাসা-মাখা

আঁখি করে তব প্রতীক্ষা


তরুলতা যত ফলভারে নত

সবাই তোমার চরণে আনত

ফুলেরা সুবাসে মদির আবেশে

তব আশে সবে মধু-ঢাকা


চন্দনবন গন্ধ বিলায়

পিক কলতানে গান গেয়ে যায়

রূপের ময়ূর বাজিয়ে নূপুর

কলাপ মেলিয়া নাচে একা