প্রভাত সঙ্গীত

৫৫০


পথ ভুলে যবে চলিয়া এসেছো

থাকো মোর ঘরে ক্ষণ তরে

ভুলিয়া যখন তাকায়ে ফেলেছো

চাহো মোর পানে ভালো করে


যুগ কেটে গেছে জনম কেটেছে

তব নীরবতা উতলা করেছে

তবু আশার কুসুমে ঝরিতে দিই নি

বাসিয়া ছিলাম কর জোড়ে (আমি)


রূপের সায়রে জোয়ার এসেছে

মনের কলিতে মালিকা সেজেছে

কোরকের মধু সফল হয়েছে

প্রিয়তম ছুঁয়ে তব করে