প্রভাত সঙ্গীত

৫৭


ছন্দ আমার নৃত্যের তালে তালে চলে

দ্বন্দ্ব আমার ভাবের মাঝে যায় গলে'


যাহা কিছু ভেবেছি সবাইকে ভাবিয়া

যাহা কিছু করেছি সবাইকে চাহিয়া

(চম্পকগন্ধ) দ্বারে দ্বারে ঘরে ঘরে

বিলায়েছি প্রাণে প্রাণে (চম্পকগন্ধ)


ছন্দ আমার সবাইকে নাচাতে

দ্বন্দ্ব আমার সবাইকে বাঁচাতে

মধুছন্দা সুরে গিয়েছিনু বহু দূরে 

আনিয়াছি মধুনিষ্যন্দ

57