প্রভাত সঙ্গীত

৮৪


সুমুখে আসিয়া দাঁড়াইয়া ছিলে 

শত সূর্যের সাথে (ছিলে)

আমি ছিনু এক পাশে 

মাটির দীপটি হাতে (ছিনু)


ঢেউয়ের উপর ঢেউ এসে' পড়ে 

উত্তাল জলধিতে

রণহুঙ্কারে মেতে' ওঠে তারা 

সফেন প্রাণের স্রোতে


ছুটে' চলে শত অণু-পরমাণু 

দুরন্ত সঙ্গীতে

কাছে থেকে দূরে দূরে থেকে কাছে 

বজ্রে ও বিদ্যুতে

84


Sumukhe ásiyá dáṋŕáiyá chile

Shata súrjer sáthe (chile)

Ámi chinu ek páshe

Mát́ir diipt́i háte (chinu)


D́heuyer upar d́heu ese paŕe

Uttál jaladhite

Rańahuṋkáre mete ot́he tárá

Saphen práńer srote


Chút́e cale shata ańu paramáńu

Duranta sauṋgiite

Káche theke dúre dúre theke káche

Vajre o vidyute