প্রভাত সঙ্গীত

৮৬


মেঘের মাঝে আগুন জ্বেলে' 

বজ্রের মতো এসেছো (তুমি)

ধরার শিলায় কাঁপন দিয়ে'

ভূমিকম্পে নেচেছো (তুমি)


তোমার লীলার নেই যে অন্ত 

অসীম থেকে দূর দিগন্ত

শব্দে স্পর্শে রূপে রসে 

গন্ধে হিয়ায় ফুটেছো


ছোট্ট ফুলের পরাগ তুমি 

মহোদধির অতল ভূমি

সবার রঙে রঙ মিশিয়ে 

এ কী লীলায় মেতেছো (তুমি)

86


Megher májhe águn jvele

Vajrer mato esecho (Tumi)

Dharár shiláy káṋpan diye

Bhúmikampe nececho (Tumi)


Tomár liilár nei je anta

Asiim theke dúr diganta

Shabde sparshe rúpe rase

Gandhe hiyáy phut́echo


Chot́t́a phuler parág Tumi

Mahodadhir atal bhúmi

Sabár rauṋe rauṋ mishiye

E kii liiláy metecho (Tumi)