প্রভাত সঙ্গীত

৯৪


শীতের কাঁপুনি নিয়ে এলে 

কে গো তুমি

এ কী তব সুন্দরতা

তুষারে ঢাকিয়া শ্যামভূমি 

কে গো তুমি 

এ কী তব মধুরতা


কনকনে উত্তুরে বায়ে 

পাতাঝরা পথতরু-গা'য়ে

লিখে' দিলে অজানা কী বাণী

হায় তব এ কী দীনতা 

এ কী তব কৃপণতা


ঝড়-ঝঞ্ঝায় প্রাণ কাঁপিয়ে