প্রভাত সঙ্গীত - আগের গান | পরবর্তী গান

১৪


আজ মনে পড়ে হারানো দিনেতে

জীবনের শুভ প্রাতে

ক্রন্দনে পরিচয়

ওগো মোর অণুময়


কতই দিবস আসে আর যায়

কত বিভাবরী আলোকে লুকায়

আলো-আঁধারের ঊর্ধ্ব লোকেতে

রয়েছো জ্যোতির্ময়

ওগো মোর রূপময়


জানা-অজানার অনুভূতি পারে

ভাবের মাধুরী চিরকাল তরে

রয়েছে তোমার পদযুগ ঘিরে