প্রভাত সঙ্গীত
১৫২
চম্পক-বনে মধুর স্বপনে
তাহাকে দেখেছি মায়ামুকুরে
শান্ত বাতাসে মদির সুবাসে
মুগ্ধ নয়নে সরিতা-তীরে
সেথা কুসুম-পরাগ
অলখে আসিয়া
অলখে ভাসিয়া যায়
সেথা মনের ময়ূর
নীলাকাশে চাহি'
কলাপ মেলিয়া দেয়
জ্যোৎস্না-নিশীথে
বিজন বীথিতে
ভালবাসা নাচে
তাকে ঘিরে' ঘিরে’