প্রভাত সঙ্গীত

১৫৩


আলোর পারেতে আলো তারপরে আরো আলো

অপার আলোর ঢেউ বহে' চলে' যায়


যার লাগি' এত আলো সে আমারে বাসে ভালো

মোর মনে তার ছবি ভাসিয়া বেড়ায়


কখনো বা অতি কাছে কখনো বা অতি দূরে

নানান রূপে নানা গানে ও সুরে

সবাইকে দোলা দিয়ে নেচে' সে যে যায়


মনের কমল কত বর্ণে বিকশিত 

গন্ধমধু নিয়ে তারই পানে ধায়