প্রভাত সঙ্গীত

১৫৫


কেন অমন করিয়া ডাকিতেছো আমায়

হাজার কাজেতে জড়ায়ে রয়েছি 

দিতে কি পারি সময় (আমি)


ছন্দে ও সুরে মধুময় তানে 

আলাপে আবেশে সুধামাখা গানে

কাজের মাঝারে সাড়া দিই কী করে'

বোঝ না কি মনোময় (তুমি)


কাজের পেছনে কাজ জমে' আছে 

বেলা যে বহিয়া যায় (মোর)