প্রভাত সঙ্গীত
১৬৫
পায়ে চলার পথের কথা
আরো আছে গো আরো আছে
তারই দিকে যায় যে চলে
আলোর পথে আলোর নাচে
সবার সাথে হাত মিলিয়ে'
যাই যে মোরা যাবো মোরা
হাতটি ধরে' তুলবো তাদের
পড়িয়া যায় যারা যারা
পায়ে চলার ছন্দগীতি
প্রাণের মাঝে মনের মাঝে
চাই যাহারে সে চায় মোরে
চলার পথের শেষে সে রাজে