প্রভাত সঙ্গীত

১৬৬


আলোকের ঢেউ আঁধার ভেদিয়া 

অসীমের পানে ধায

ধায ধায ধায

অসীমের পানে ধায


সবাইকে ডাক দিয়ে' সে যে যায়

সবাইকে দোলা দিয়ে যায়

যায় যায় যায়

সবাইকে দোলা দিয়ে যায়


মনমঞ্জরী তারই তালে নাচে 

শিখী-খঞ্জনি শুভাশিস যাচে

ভাবাবেগে ভরা দ্রুতিময় বেগে 

সব কিছু কাছে টেনে' নেয়

নেয় নেয় নেয়

সব কিছু কাছে টেনে' নেয়


অতীতে যা ছিলো এখন যা' আছে

যাহা থাকিবে তা' এক করে' দেয়

দেয় দেয় দেয়

যাহা থাকিবে তা' এক করে' দেয়