প্রভাত সঙ্গীত

১৭৩


দ্যুলোকে ভূলোকে তারই পদধ্বনি

তাহারই রণনে অনুরণন

হিমানীগিরির শুভ্র শিখরে 

নীলোদধি-ঢেউযে তারই লিখন


লতায় পাতায় কুসুমরেখায় 

মনের কোণেতে রঙীন মেলায়

সকল ভোলার শেষ ভাবনায় 

থেকে' যায় শুধু তারই স্পন্দন


(তাই) ডাক দিয়ে দিয়ে বলে' চলে' যাই 

তারই ধারা করো অনুসরণ