প্রভাত সঙ্গীত

১৭৯


ধরা দিলে তুমি প্রভু 

ঝঞ্ঝা-ঝড়ের মাঝখানে

থেকো মনের শ্বেত কমলে 

যুগে যুগে সর্ব ক্ষণে


কত সন্ধ্যা রাঙা প্রভাত 

গেছে কত না জ্যোৎস্না-রাত

হ'লো সময় হে জ্যোতির্ময় 

কালাতীতের অভিধ্যানে


মোর প্রাণে মোর মনে 

এসেছিলে সংগোপনে

গোপনে সেই আসা তব 

জানিলো না বিশ্বজনে