প্রভাত সঙ্গীত

১৮১


তুমি নিকট হইতে আরও নিকটেতে 

এসো মোর মনোমাঝে

হিয়ার রণনে

প্রাণস্পন্দনে 

নিত্য নূতন সাজে


অরূপ হইতে রূপেতে এসেছো 

ওগো অরূপের রাজা

(আজ) সার্থক হলো সকল এষণা 

সার্থক হলো খোঁজা

(আজ) সবাই তোমারে চাহে প্রাণ ভরে'

চাহে তোমা' সব কাজে


তুমি বিনা কারও কিছুই থাকে না 

বিশ্ব তা বুঝিয়াছে