প্রভাত সঙ্গীত

১৮২


সবার চিত্ত আজ একই সুরে উদ্গীত

একেরই ভাবনা নিয়ে সবাই নাচিয়া যায়

একেরই অপার স্নেহে একেরই মধুর গেহে

একই মুখপানে চেয়ে সুমুখের দিকে ধায়


একেরই মমতাডোরে বাঁধা সবে ধরা 'পরে

একেরই অমৃতস্রোতে সবাই মিলিয়া যায়


সবাকার রূপে রসে সবাকার ভাবাবেশে

সবারে সঙ্গে নিয়ে সুধাধারা বরষায়