প্রভাত সঙ্গীত
১৮৮
(তুমি) নিজে এলে ধরা দিলে
কেন জানি না
ধরার ধূলায় নেবে' এলে
কেন বুঝি না
কত যুগে দিনে রাতে
আলো-ছায়ায় হতাশাতে
কেটে' গেছে কত না কাল
তা' কি জানো না
এলে শেষে নীরব রাতে
মনোবীণায় সুর বাজাতে
কঠিন শিলায় ফুল ফোটাতে
দিতে দ্যোতনা