প্রভাত সঙ্গীত
১৯২
মানস-মন্দিরে এসো প্রভু কৃপা করে'
বেদীটি সাজায়ে' আমি রেখেছি
অরূপ জগৎ থেকে এসো তুমি রূপলোকে
বসো আরো কাছাকাছি
প্রাণের প্রদীপ জ্বালি' আরতি করি
মননের সৌরভে অর্ঘ্য ভরি
পরাণের কুসুমিত শতদলে বিকশিত
পুষ্পস্তবক আজি এনেছি
জ্ঞানের গরিমা নাই দম্ভের বোঝা নাই
হাল্কা হৃদয় নিয়ে এসেছি