প্রভাত সঙ্গীত

১৯৫


এসো মোর প্রাণে এসো মোর মনে

এসো নৃত্যের ব্যঞ্জনায়

(ওগো) রূপের সাগর হিয়ার গাগর 

ভরিয়া দাও কানায় কানায়


কুসুমকলিরা আধ-ফোটা সবে 

তোমার আলোকের আশায়

দূর নীলিমায় বাণীহারা সবে 

তোমার সুরের প্রতীক্ষায়

তোমার আলোতে তোমার সুরেতে 

নব স্পন্দন আনো ধরায়


যে বা ভালবাসে তাকে ভালবাসো

ভালবাসে না যে তাহাকেও বাসো

মন বিনিময়ে সকল সময়ে 

ভরিয়া দাও প্রাণের সুধায়