প্রভাত সঙ্গীত
২০১
চৈতি হাওয়ার মন যারে চায়
সে যে গো কত দূরে
তাহারই আসা-পথে মন যে চলে ছুটে
বেদনাতে বিধুর
কেন গো কেন গো কেন সে দূরে থাকে
যার জানা আছে আমায় বলো না
মেতেছি মেতেছি তারই ভাবনাতে
ভাবনা ভুলে যেতে পারি না
নিরালা রাতে জ্যোৎস্না সাথে
কেঁদে মরি ব্যাথাতুর
ভোমরা গানে গানে কহে যে কাণে কাণে
আশাতে ভরা সুর