প্রভাত সঙ্গীত

২০২


প্রথম জীবনের হারানো সুরের 

গানগুলি আজও রয়েছে হিয়ায়

রঙে রূপে ভরা লাজ-শরমে ঘেরা 

কেমনে এ গান গাইব সভায়


দরদী বঁধু ওগো

দরদী বঁধু ওগো লাজ সরায়ে নাও 

মনের কুসুমেরে আজ ফুটিতে দাও

তোমারই লীলায় তোমারই মায়ায় 

সবাই ফুটেছে গো মধুর শোভায়


মনের কুঁড়িগুলি পাতায় ঢাকা ছিলো

পাতার ফাঁকে ফাঁকে উঁকি যে দিতেছিলো

(আজ) লাজ ও ভয় ভুলে এগিয়ে যাই চলে

রূপের ধারা থেকে অরূপ সাধনায়