প্রভাত সঙ্গীত

২০৪


এসো গো কাছে এসো ধরার ধূলি রূপে ভরে দাও

ফুলেরা লাজে ঢাকা তাদের বুকে মধু এনে দাও


মধু রাতে চকোরেতে চাঁদের সাথে কেন যে হাসে

মনেতে ভোমরা আসে গুনগুনিয়ে কী যে সে ভাষে

শিখীরা তরুশাখে কী যেন কয় সব কিছু শোনাও


ফোটে ফুল শুকনো ডালে মূকও বলে 

তুমি যদি চাও