প্রভাত সঙ্গীত
২১১
দিন আসে আর দিন চলে যায়
কোথা চলে যায় কেই বা জানে
কখনো চেতনে কভু অচেতনে
কখনো ঘুমে কভু জাগরণে
কোথায় ছিলাম কবে যে এসেছি
কেন যে এসেছি ভুলিয়া গিয়াছি
আমার যতখানি আমি গো জানি
আমার চেয়ে বেশী সেই যে জানে
আমার প্রয়োজন যত আয়োজন
সবই ভরা আছে তাহারই মনে