প্রভাত সঙ্গীত

২১৬


তুমি এসেছিলে ধরা দিয়েছিলে 

(আমি) সে কথা ভুলিতে পারিবো না

মধুর চাহনি

মধুর চাহনি মধুর লাবণি 

মধুর ছন্দে আনাগোনা


রূপের সাগরে

রূপের সাগরে ডুব দিয়ে আমি 

অরূপ রতন পেয়েছিনু

কাঙাল হৃদয়ে

কাঙাল হৃদয়ে স্মরণে মাননে 

রাজার শিরোপা পরেছিনু

তোমার নামেতে

তোমার নামেতে গাইতে গাইতে