প্রভাত সঙ্গীত

২২৪


বন্ধু মম প্রাণের প্রিয়তম 

তুমিই জীবনের সার

তোমারই রূপে রাগে তোমারই অনুরাগে 

মননের হলো বিস্তার


তোমারই ভাবের স্রোতে যাই যে ভাসিয়া

তোমারই নামে গানে অসীমে মিশিয়া

বন্ধু মম অন্তরতম 

সম্বোধি অপার


গ্রীষ্মে দাবদাহে তুমিই শীতলতা 

হিমে তুহিনে উষ্ণ সজীবতা

এসো গো কাছে এসো হৃদয়াসনে বসো 

নাশো গো ক্লেশ সবাকার