প্রভাত সঙ্গীত

২২৬


কৃষ্ণ

সকলের আঁখি ছলছল 

অকালে বাদল 

নামলো কেন বল

আমি তো তেমনি আছি 

খুশীতে নাচি 

আলো ঝলমল


ব্রজবাসী

শুণেছি যাচ্ছো চলে 

মোদের ফেলে 

তুমি মথুরায়

ভাবিয়া আকুল হিয়া 

তাই তো মোরা 

কেঁদে মরি হায়


কৃষ্ণ

দুষ্টদমনে শিষ্টপালনে 

যেতে মথুরায় 

আমি অবিচল


মনে মনে বৃন্দাবনে 

সতত আছি 

জেনো প্রতি পল