প্রভাত সঙ্গীত

২৩১


আঁধার নিশায় আমারই হিয়ায় 

আলো করে তুমি এসেছিলে

মননের প্রতি অণু-ত্রসরেণু 

তাহারই দোলায় আজও দোলে


পতনোত্থানে জীবনধারা চলে 

কোন যতি-চিহ্ন বাঁধিয়া না ফেলে

তোমার ছন্দে ধরা ছন্দে ভরা গো 

মননের জ্যোতি তাতে সদা জ্বলে


আসিয়াছো যদি থাকো নিরবধি 

হিয়ার গহনে ছটা ফেলে