প্রভাত সঙ্গীত

২৪৩


নূপুর ধ্বনি আবার বাজিল আবার বাজিল

সুমধুর সুরে

ব্যথায় ভরা পরাণ আমার 

উঠলো নেচে ছন্দে ভরে


রূপে রসে পুষ্পের সুবাসে 

ধরা আজি হলো ভরা

স্নিগ্ধ আকাশে মদির বাতাসে 

উচ্ছ্বাসে নাচে বসুন্ধরা

কে কোথায় দূরে আছো নিকটে চলে এসো 

আনন্দে ভরা এই জোয়ারে 


কেন সে দূরে ছিলো কহিতে নাহি পারি

কেন সে এসেছে তাহাও বুঝিতে নারি

যাহারে চেয়েছি সে-ই গো এসেছে 

ধূলিময় ধরার পরে