প্রভাত সঙ্গীত
২৪৪
তোমার এ আগমনে ভূতলে গগনে
কী সুর বাজিল আজ
এত কাল ধরে শুধু ডাকিয়া এসেছি
এত দিনে শুণিলে তা ওগো মনোরাজ
না ডাকিলে তুমি কেন নাহি কাছে আসো
ডাকার আশায় কেন বসে থাকো
না বলিলে তুমি কেন নাহি কথা বলো
বলার আশায় কেন বসে থাকো
এ কী প্রথা তব অদ্ভুত অভিনব
লীলা ছলে করে যাও আপন কাজ
যাহাই চাহিবে তুমি তাহাই করিব আমি
সদাই হেরিব তব মোহন সাজ