প্রভাত সঙ্গীত
২৪৫
গানের সুরেতে তোমারে পেয়েছি
নিখিলের মনে স্বস্তি এনেছো
আলোর ঝলকে তোমারে চিনেছি
অরূপরতন চিনিয়ে দিয়েছো
কত কী যে আসে কত কী যে যায়
তোমার মাঝারে সবে থেকে যায়
তোমার সুরেতে তোমার রূপেতে
তোমার কোলেতে সবারে রেখেছো
সৃষ্ট জগতে যারা আসে যায়
লুপ্ত না হয় তুমি যে দেখিছো